যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার জন্য এ মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ওয়াশিংটনের পক্ষ থেকে চলতি বছর প্রথম উচ্চপর্যায়ের কোনও মার্কিন কর্মকর্তার এ সফরে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে আলোচনার পাশাপাশি ঢাকায় দেশটির কূটনীতিকদের নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পাবে। বাংলাদেশের পক্ষ থেকে ডোনাল্ড লুর সফরের সময় র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুনর্বহালের মতো বিষয়গুলো তোলা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি গভীর রাতে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে। বাংলাদেশ সফরের সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়গুলো হবে ১৫ জানুয়ারি।

গত রোববার (পহেলা জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সমন্বয় সভায় ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে আলোচনা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং সরকারের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অভিন্ন সুরে কথা বলার প্রসঙ্গটি গুরুত্ব পায়। সরকারের তিন জ্যেষ্ঠ মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার প্রসঙ্গটিও আসে। বিশেষ করে সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানস্থলে একদল লোক হঠাৎ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে ধরাকে কেন্দ্র করে ওয়াশিংটনের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়েছে।

ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডেকেছিলেন ডোনাল্ড লু। এমন এক প্রেক্ষাপটে তাঁর এ সফর নিয়মিত হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটাকে গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।

ঢাকার কূটনীতিকেরা জানিয়েছেন, ডোনাল্ড লু বাংলাদেশ সফরের সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হবে। দুই পক্ষের দিক থেকে র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশের জিএসপি পুনর্বহাল, শান্তি রক্ষা ও প্রতিষ্ঠা, প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, রোহিঙ্গা সমস্যার সমাধান, মানবাধিকার ও শ্রম অধিকার সুরক্ষা, গণতন্ত্রের বিকাশ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মতো বিষয়গুলো আলোচনায় আসবে।

যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এইলেন লবাখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী শনিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছে। মার্কিন প্রতিনিধিদলটির কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে। ঢাকায় ফিরে তাঁদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। বাংলাদেশ সফরকালে এইলেন লবাখ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।