মা সরস্বতী তুমি বিদ্যা দাও : কালাম আঝাদ

মা সরস্বতী তুমি বিদ্যা দাও : কালাম আঝাদ

মা সরস্বতী তুমি বিদ্যা দাও
অশিক্ষা, অবিদ্যা দূর করে দাও
নারী শিক্ষার্থীদের রক্ষা করো
অন্যায়-অত্যাচার দূর করো
তুমি অন্যায় রোধের আরও শক্তি দাও
অন্যায়কারীর মনে ভয় দাও
তুমি অন্যায় রোধের পরিবেশ দাও
অশিক্ষা, কুশিক্ষা দূর করে দাও
সুশিক্ষায় করো শিক্ষিত সকলে
যেনো ধরা গড়তে পারে স্ব বলে
তুমি শিক্ষার্থীদের মনে দাও শক্তি
তোমার প্রতি গড়ে দাও ভক্তি
তুমি শিক্ষার্থীদের সম্মান বাড়িয়ে দাও
তাঁদের তুমি সুশিক্ষিত করে দাও
তুমি নারী, বাড়াও আরও নারীর সম্মান
তুমি ন্যায়ের পক্ষকে করে দাও মহান
তুমি পুরুষেও করো বলীয়ান
যেনো সুশিক্ষিত হয়, হয় মহান
তুমি সুশিক্ষায় ভরে দাও সকল ন্যায়প্রাণ
তুমি মহান করো সকলে, করো মহান
উদ্ভাবনের শক্তিতে শিক্ষার্থীদের করো বলীয়ান
ধরা যেনো হয় সুখী, সুন্দর ও গরীয়ান
শিক্ষাঙ্গনের প্রতিটি স্তরে রাখো মান
তুমি শিক্ষার্থীদের বাড়িয়ে দাও সম্মান
তুমি শিক্ষক ও শিক্ষিকাদেরও সম্মান দাও
তাঁদের সুশিক্ষা প্রদানের শক্তি ও পরিবেশ গড়ে দাও
হে সরস্বতী, মা আমাদের
তোমার তরে প্রণাম
চারিদিকে দেখো আজ শুধুই তোমার জয়গান।