মে দিবস : সুনামগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের দাবি।

মে দিবস : সুনামগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের দাবি।
নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : মহান মে দিবসের মানববন্ধনে দাবি করা হয়েছে, ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের জন্য। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন হয়। আজ রোববার (পহেলা মে) দুপুরে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) চত্বরে অনুষ্ঠিত ওই মানববন্ধনে হোটেল ও রেস্তোরাঁসহ সকল শ্রমিকের বেতন-বোনাস ঈদের আগে প্রদানের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘অকাল বন্যায় দুর্বল ফসল রক্ষা বাঁধ ভেঙে হাজারও কৃষকদের ঈদ মাটি হয়ে গেছে। তাঁদের জন্য সরকার নানা আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনও প্রণোদনা বা সহযোগিতা দেওয়া হয় নি। তাই সকল শ্রমিকের বেতন-ভাতা আবশ্যিকভাবে ঈদের আগেই প্রদান করতে হবে। সুনামগঞ্জ জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া।