মহান স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল।

মহান স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল।
ডন প্রতিবেদন : বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গতকাল শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি তাঁদের হোমপেজে বিশেষ এই ডুডলটি চালু করে। গুগলের এবারের ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানোর দৃশ্য চোখে পড়ছে। বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, আবিষ্কার এবং বিশেষ কোনও দিন নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে করে ডুডল প্রকাশ করে গুগল। এইর ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডলটি প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। যে কেউ কোনও কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকা সংবলিত দৃষ্টি-নন্দিত এই ডুডল দেখতে পাবেন। আর এর উপর কার্সর ধরলে বা ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেনডেন্স ডে ২০২২’। আর তাতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে। ২০১৩ সালের স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো গুগল স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে গুগলের লোগো অর্থাৎ গুগল ডুডলটি পরিবর্তন করে। এরপর থেকে প্রতি স্বাধীনতা দিবসেই গুগল ডুডল পরিবর্তন করে আসছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এই সার্চ ইঞ্জিন।