ম্যাচ ‘টাই’, সুপার ওভারে ‘টাই’, ভারত জয় পেলো দ্বিতীয় সুপার ওভারে

ম্যাচ ‘টাই’, সুপার ওভারে ‘টাই’, ভারত জয় পেলো দ্বিতীয় সুপার ওভারে

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য গড়ালো শেষ ওভারে। মুকেশ কুমারের এলোমেলো বোলিং আর গুলবাদিন নাইবের দারুণ ব্যাটিংয়ে ম্যাচ হলো ‘টাই’। এরপরেও রোমাঞ্চ, উত্তেজনা ও নাটকীয়তার কোনও কমতি থাকলো না! ‘টাই’ হলো যে সুপার ওভারও! আরেকটি সুপার ওভারে অবশেষে আলাদা করা গেল দুই দলকে। লেগ স্পিনার রাভি বিষ্ণইয়ের দারুণ বোলিংয়ে আফগানিস্তানের হৃদয় ভেঙেছে ভারত।

বেঙ্গালুরুতে বুধবার (১৭ জানুয়ারি) তৃতীয় টি-টোয়েন্টিতে মূল ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিলো ১৯ রান। তারা করতে পারে ১৮। ভারতের ২১২ রানের জবাবে তাদের স্কোরও ২১২।

প্রথম সুপার ওভারে আফগানরা করে ১৬, ভারতও তাই।

দ্বিতীয় সুপার ওভারে প্রথম দুই বলে চার ও ছক্কার পরও ভারত করতে পারে স্রেফ ১১ রান। আফগানিস্তান এবার লড়াই জমাতেই পারে নি। বিষ্ণইয়ের প্রথম বলের পর তৃতীয় বলেও উইকেট হারায় তারা। মাঝে করতে পারে স্রেফ ১ রান। বিষ্ণই শেষের নায়ক হলেও ভারতের মূল নায়ক অধিনায়ক রোহিত শার্মা। টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচটি সেঞ্চুরির কীর্তি গড়ে ৬৯ বলে অপরাজিত ১২১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। সঙ্গে রিঙ্কু সিংয়ের ৩৯ বলে অপরাজিত ৬৯ রানের খুনে ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২৪ রানের বিপর্যয় থেকে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় স্বাগতিকরা। পরে প্রথম সুপার ওভারেও আজমাতউল্লাহ ওমারজাইয়ের তৃতীয় ও চতুর্থ বল ছক্কায় উড়িয়ে জয়ের সমীকরণ ২ বলে ৩ রানে নামিয়ে আনেন রোহিত। পরের বলে এক রান নেওয়ার পর স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান তিনি। যেটির কেতাবি নাম ‘রিটায়ার্ড আউট’।

মূলত ডাবল নেওয়ার ভাবনায় রোহিতের জায়গায় নন স্ট্রাইকে ব্যাটিংয়ে পাঠানো হয় রিঙ্কুকে। শেষ বলে ২ রানের প্রয়োজনে ইয়াশাসবি জয়সওয়াল অবশ্য ঠিকমতো ব্যাটে খেলতে পারেন নি, বল যায় কিপারের কাছে, আসে ১ রান।

দ্বিতীয় সুপার ওভারেও রোহিত শুরুটা করেন ফারিদ আহমেদের প্রথম দুই বলে ছক্কা ও চার মেরে। কিন্তু রিঙ্কুর বিদায়ের পরের বলে রোহিতও রান আউট হয়ে গেলে ১১ রানেই থমকে যায় ভারত। সেটিই যথেষ্ট হয় বিষ্ণইয়ের দারুণ বোলিংয়ে। এই স্পিনারের প্রথম বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ নাবি। পরের বলে আসে ১ রান। তৃতীয় বলে ক্যাচ তুলে দেন রহমানউল্লাহ গুরবাজ। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম এক ম্যাচে দুটি সুপার ওভার দেখা গেলো। তিন ম্যাচের সিরিজ শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই জিতে নিলো ভারত।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২০ ওভারে ২১২/৪ (জয়সওয়াল ৪, রোহিত ১২১*, কোহলি ০, দুবে, ১, স্যামসন ০, রিঙ্কু ৬৯*; ফারিদ ৪-০-২০-৩, ওমারজাই ৪-০-৩৩-১, কাইস ৪-০-২৮-০, সেলিম ৩-০-৪৩-০, শারাফউদ্দিন ২-০-২৫-০, জানাত ৩-০-৫৪-০)

আফগানিস্তান : ২০ ওভারে ২১২/৬ (গুরবাজ ৫০, ইব্রাহিম ৫০, গুলবাদিন ৫৫*, ওমারজাই ০, নাবি ৩৪, জানাত ২, নাজিবউল্লাহ ৫, শারাফউদ্দিন ৫*; মুকেশ ৪-০-৪৪-০, আভেশ ৪-০-৫৫-১, বিষ্ণই ৪-০-৩৮-০, ওয়াশিংটন ৩-০-১৮-৩, দুবে ২-০-২৫-০, কুলদিপ ৩-০-৩১-১)

ফল : দ্বিতীয় সুপার ওভারে জয়ী ভারত।

সিরিজ : ৩ ম্যাচের সিরিজ ভারত ৩-০ তে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : রোহিত শার্মা।

ম্যান অব দ্য সিরিজ : শিভাম দুবে।