মন কাঁদে মানুষের দুঃখে : কালাম আঝাদ

মন কাঁদে মানুষের দুঃখে : কালাম আঝাদ

অধরা জানো,
মানুষের দুঃখে আমার মন ভীষণ রকম কাঁদে
কারও কষ্ট দেখলে সহ্য হয় না আমার
মাঝেমধ্যে চোখে জল চলে আসে
অনেক কষ্ট করে সে জল সামলাই
অথবা আড়াল করে চোখের জল মুছি।
এ ধরায় এতো কষ্ট কেনো অধরা?
মনে হয় পৃথিবী থেকে সকল দুঃখ-কষ্ট যদি
একযোগে চলে যেতো
তাহলে পৃথিবীটা কতোই না সুন্দর আর মধুময় হতো
পৃথিবীতে সকল মানুষের সুন্দরভাবে থাকার আর
বাঁচার অধিকার আছে অধরা
আমি সকল মানুষকে ভালোবাসি
তোমাকেও, তোমাদেরকেও
আবারও জানিয়ে দিলাম আমি
সকল মানুষের মঙ্গল হোক
যারা অমঙ্গল চায়, তাঁদের ভুল ভাঙুক
তাহলে সকলেই ভালো থাকবে আর মঙ্গল হবে সকলের
না হয়, আজ আপনি একজনের অমঙ্গল চাইলে
কাল আপনারও অমঙ্গল হবে
সকল মানুষের জন্য ভালোবাসা
ভালোবাসা অবিরাম।