মনের পশুত্বের কোরবানি হোক : কালাম আঝাদ

মনের পশুত্বের কোরবানি হোক : কালাম আঝাদ

ঈদুল আজহা মানে কোরবানি দেওয়া
নিজের পশুত্বকে, খারাপ মনোবৃত্তিকে।
ফলে নিজের মনের পশুটা মরে যায়
আর জন্ম নেয় নতুন শুভ্র মন।
তাতে তুমি অপরকে আর অপর ভাববে না
ভাববে আপন।
ফলে মানুষের বিপদে আসবে এগিয়ে
বাড়াবে ভালো কাজের সহযোগিতা।
কারণ কোরবানিতে তুমি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিলে।
কোরবানি মানে শুধু মাংস খাওয়া নয়
বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা
কারণ রক্ত-মাংস তাঁর কাছে পৌঁছায় না
পৌঁছায় তোমার তাকওয়া, খোদভীতি।
তুমি কতোটুকু তোমার স্রষ্টাকে ভয় করো বা ভালোবাসো
সেটাই তোমার কোরবানি।
আবার কোরবানির মাংস তোমাকে খাওয়ায়ও নিষেধ করে নি ধর্ম
বরং বলেছে, সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে।
যেখানে কোরবানির মাংস তিন ভাগ করে
এক ভাগ সমাজে দিয়ে আর এক ভাগ গরীবকে দিতেই বলেছে ধর্ম
বাদবাকি এক ভাগ তো তোমার রয়েই গেলো।
কোনও ধর্মই তোমাকে খারাপ হতে কিংবা
খারাপ কাজ করতে শেখায় না।
ধর্ম মানেই মানবতা, ধর্ম মানেই মানুষের কথা বলা।
সকল ধর্মই তোমাকে পশুত্বকে বর্জন করতে বলে
আর ইসলাম ধর্ম তা বলে কোরবানির মাধ্যমে।
তোমার মনের পশুত্বের কোরবানি হোক
আর জয় হোক মানবতার।