মেট্রোরেলে যা করা যাবে না

মেট্রোরেলে যা করা যাবে না

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : চলতে শুরু করেছে স্বপ্নের মেট্রোরেল। দেশ প্রবেশ করেছে আধুনিক গণপরিবহন ব্যবস্থায়। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বুধবার (২৮ ডিসেম্বর) সবুজ পতাকা উড়িয়ে এর উদ্বোধন করেছেন।

এর পরদিন অর্থাৎ গতকাল থেকে সাধারণ যাত্রীরা মেট্রোরেল ব্যবহার করতে পারছেন। তবে ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো :

মেট্রোরেলে পোষা প্রাণী বহন করা যাবে না।

বিপজ্জনক কোনও বস্তু বহন করা যাবে না।

ট্রেন বা স্টেশনের কোথাও পানের পিক বা থুতু ফেলা যাবে না। 

প্ল্যাটফর্ম ও ট্রেনে খাবার খাওয়া যাবে না।

যেখানে-সেখানে ময়লা ফেলা যাবে না।

ফোনের লাউড স্পিকার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

বৃহদাকার ও ভারী মালপত্র বহন করা যাবে না।