মাটিরাঙ্গায় বিশ্ব মা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; আরিফুল ইসলাম, খাগড়াছড়ি : পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক ‘মা’। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম দরদ। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। আজ রোববার (৮ মে) বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস-২০২২ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তৃলা দেব, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হুকসহ উপজেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, ভ্রুণ থেকে দশটি মাস গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, সেই মায়ের সম্মানে তাঁরই চরণে আজকের এ দিনে নত তাবৎ পৃথিবীর সন্তানেরা। ‘মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনও দিনক্ষণ প্রয়োজন হয় না।’ ‘মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে। তবুও আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের দিনটি।’ করোনাভাইরাসের মহামারির কারণে গত দুই বছর দিবসটি উদ্যাপনে বাংলাদেশে বিশেষ কোনও আনুষ্ঠানিকতা ছিলো না। তবে এবার নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মা দিবস।