মুক্তিযুদ্ধের ছবি এঁকেছে আমাদের বড় ছেলে আদিব

মুক্তিযুদ্ধের ছবি এঁকেছে আমাদের বড় ছেলে আদিব

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মুক্তিযুদ্ধের ছবি এঁকেছে আমাদের বড় পুত্র আবরার আহসাফ আদিব (Abrar Ahsaf Adeeb). সে চতুর্থ শ্রেণির ছাত্র। এর আগে সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এবং মেধার ভিত্তিতে কুমিল্লা জেলায় প্রথম হয়েছে।

আদিবের মা ফারহানা পারভীন (মিলি) একজন শিক্ষিকা। আদিবের বাবা কালাম আঝাদ (আবুল কালাম আজাদ) একজন সাংবাদিক। তিনি বাঙলার কাগজ’র প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি জীবনে মানুষের জন্য কিছু করতে চান।

আদিব সকলের কাছে দোয়া এবং আশির্বাদ প্রার্থী।