ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৫

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রুশমনা নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। খবর বাসসের। 

মৃত রুশমনা (৩) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর শুক্কুরের মেয়ে এবং ৮১নং ক্লাস্টারের ৬ নং কক্ষের বাসিন্দা ছিলো। বিস্ফোরণে তাঁর শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিলো।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এই নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। 

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুইজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল চিকিৎসাধীন। তাঁরা হলেন, জোবায়দা (২২) ও আমেনা খাতুন (২৪)।

জানা গেছে, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নয়জনের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে আমেনা খাতুন ছাড়া বাকি সবারই শ্বাসনালি দগ্ধ হয়েছে।  

উল্লেখ্য, শনিবার সকালে হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুসহ নয়জন দগ্ধ হন।

আহতদের প্রথমে নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠালে ৫ শিশুই একের পর এক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।