ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসে নি : ইসি রাশেদা

ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসে নি : ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটের পরিবেশ ভালো, এখন পর্যন্ত তেমন কিছু নজরে আসে নি। সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, ঢাকার বিদ্যানিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। ভোটের পরিবেশ ভালো। সিসি ক্যামেরায় অনিয়মের চক্র দেখি নি। পরিবেশ ভালো।

তিনি বলেন, ভোটার উপস্থিতি কম আমরাও দেখেছি। অভিজাত এলাকা। ভোটার হয়তো এ কারণেও আগ্রহী না। তবে প্রকৃত ঘটনা জানা যাবে। ভোট আগে হোক, ফলাফল হোক, কত শতাংশ হয় দেখাবো আমরা। গ্রহণযোগ্য পারসেন্ট হতেও তো পারে! আর আমি যখন গেছি (ভোটের মাঠে), তখন টিপ টিপ বৃষ্টি হচ্ছিলো। এটাও হতে পারে, বৃষ্টি কারণে ওই সময় ভোটাররা আসেন নি। তবে ভোট পরার হার বাড়বে বলে আমার ধারণা।

স্থানীয় নির্বাচনের বিষয়ে বলেন, সেখানেও খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।