বাসচাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার।

বাসচাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাউজানের ডাবুয়া জগন্নাথহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

তাঁর নাম সুজন দে (৩৮)। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

তিনি বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘গত শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাসচাপায় পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম নিহত হন। ঘটনার পরপরই বাসের হেলপার সাজ্জাদ হোসেনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল মারুফের মা লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।’

‘ঘটনার পর থেকেই চালক আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাউজানের ডাবুয়া জগন্নাথহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

এর আগে গত শুক্রবার (১৭ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগড়ার চুনতি এলাকায় বাসচাপায় মারুফুল ইসলাম নামের পুলিশ কনস্টেবল নিহত হন। মারুফুল ইসলাম কক্সবাজার জেলার উত্তর হারবাংয়ের বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন।