ব্যয় সঙ্কোচন নীতিতে বিশ্ববিদ্যালয়ের বাজেট বাস্তবায়নের নির্দেশ ইউজিসির।

ব্যয় সঙ্কোচন নীতিতে বিশ্ববিদ্যালয়ের বাজেট বাস্তবায়নের নির্দেশ ইউজিসির।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : সরকারের ব্যয় সঙ্কোচন পরিপত্র অনুসরণ করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ব্যয় ও বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) প্রণয়ন করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

এ ছাড়া প্রণীত বার্ষিক ক্রয় পরিকল্পনা আগামী ৩১ জুলাই এপিএ সফটওয়্যারে আপলোড করারও নির্দেশনা প্রদান করা হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলাতে বরাদ্দকৃত বাজেট সঠিকভাবে ব্যবহারের লক্ষ্যে সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র/আদেশ/অনুশাসন পালনসহ ‘বাজেট বাস্তবায়ন পরিকল্পনা‌’  শীর্ষক এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের সদস্য অধ্যাপক ড. আবু তাহেরের সভাপতিত্বে সভায় কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহ আলম, বাজেট শাখার উপ-পরিচালক হাফিজুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রার, হিসাব বিভাগীয় প্রধান ও প্রকৌশল দপ্তর প্রধানেরা ওই সভায় অংশ নেন।