বন্যাদুর্গতদের খোঁজ-খবর নিতে সিলেটে যেতে পারেন প্রধানমন্ত্রী।

বন্যাদুর্গতদের খোঁজ-খবর নিতে সিলেটে যেতে পারেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বন্যাদুর্গতদের খোঁজ-খবর নিতে সিলেটে যেতে পারেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তবে এখনও সময় নির্ধারণ হয় নি। সেটি সোম বা মঙ্গলবার হতে পারে। উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী মঙ্গলবার পদ্মা সেতু এলাকায় দুটি থানার উদ্বোধন করবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে সিলেটে গিয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন করার পাশাপাশি জনগণকে ত্রাণও দিতে পারেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘প্রধানমন্ত্রী সিলেট যাবেন তা জানি। তবে এখনো সময় চূড়ান্ত হয় নি।’

উল্লেখ করা যেতে পারে, গত ১৫ থেকে ১৭ জুন বাংলাদেশের উজানে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে তিনদিনের টানা বৃষ্টির পানির ঢল এবং সেইসঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের কারণে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশেরও বেশি এলাকা।