বিদেশগামীদের পরামর্শ : ডলার নিন কার্ডে।

বিদেশগামীদের পরামর্শ : ডলার নিন কার্ডে।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ব্যাংক ও খোলা বাজারে দরের ঊর্ধ্বগতি ও সরবরাহ ‘সঙ্কটের’ এই সময়ে বিদেশ ভ্রমণে কার্ডের মাধ্যমে ডলার নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই পরামর্শ দেন।

এদিন ব্যাংকের চেয়ে খোলাবাজারে নগদ অর্থে ডলারের দরের পার্থক্য ১০ টাকা পর্যন্ত উঠেছিলো। ফলে কিনে ডলার নেওয়ার চেয়ে কার্ডে নেওয়াই সাশ্রয়ী।

গ্রাহকদের কাছে নগদ অর্থে কাগুজে ও কার্ডে দুইভাবেই ডলার বিক্রি করে ব্যাংক। বাইরে ডলার কিনতে যেখানে খরচ হয়েছে ১০৯ দশমিক ৫০ টাকা পর্যন্ত, সেখানে কার্ডের মাধ্যমে ডলার কেনায় ৯৮ টাকা পর্যন্ত দর উঠেছিলো।

বৃহস্পতিবার বেসরকারি দ্য সিটি ব্যাংক কার্ডের মাধ্যমে ডলার বিক্রি করেছে ৯৫ টাকায়, সেখানে কাগুজে ডলার বিক্রি করেছে ১০৯ দশমিক ৫০ টাকায়। কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন সেবার মূল্য এই দরে পরিশোধ করা যাচ্ছে।

বিদেশে ভ্রমণের ক্ষেত্রে কার্ডে ডলার নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে সিরাজুল বলেন, ‘প্রতি বছর যে পরিমাণ পর্যটক দেশে আসছেন, তার চেয়ে বেশি যাচ্ছেন আমাদের দেশ থেকে। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, সেমিনার ও ‍ভ্রমণে তারা ডলার নিয়ে যাচ্ছেন। তারা হাতে (কাগুজে) ডলার না নিয়ে কার্ডে নিলে খরচ অনেক কম পড়বে। এখন সব জায়গাতেই অনলাইন মাধ্যম বড় হচ্ছে। বিদেশ ভ্রমণে কার্ডের মাধ্যমে ডলার নিয়ে যাওয়া সাশ্রয়ী। সেক্ষেত্রে খোলাবাজার ও ব্যাংকের চেয়েও তুলনামূলক কম দরে পাবেন তাঁরা।’

ডলারের দাম চড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘পণ্য আমদানিতে যে পরিমাণ ডলার খরচ হয়, সে তুলনায় রপ্তানি ও রেমিট্যান্স আসছে না। এটি আগেও ছিলো। তবে এবার বেশি ডলারের দর বাড়ছে।’

বুধবার খোলা বাজারে ডলারের দর উঠেছিল ১১৯ টাকা পর্যন্ত, এর একদিন পরেই বৃহস্পতিবার ৬ টাকা কমে দর নেমেছে ১১৩ টাকায়।

অন্যদিকে ব্যাংকগুলোতে নগদ অর্থে ডলার কিনতে খরচ হচ্ছে ১০৭ থেকে ১০৯ দশমিক ৫০ টাকা পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, নগদ অর্থে ব্যাংকগুলোতে কাগুজে ডলার কিনতে গ্রাহককে ১০৯ দশমিক ৫০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে।

কিন্তু কার্ডে নিলে তাতে বর্তমানে খরচ পড়ছে ৯৫ টাকার মতো। কয়েকদিন পূর্বেও যেখানে ৯৭-৯৮ টাকায় উঠেছিলো, তখন খোলাবাজারেও কাগুজে ডলারের দর ছিলো ১০৮ টাকার উপরে। আর ব্যাংকে ছিলো ১০৪ টাকা থেকে ১০৫ টাকার মতো।

ডলারের বাজারে ভারসাম্য রাখতে বৃহস্পতিবারও ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংককে তা দেওয়া হয়েছে ৯৫ টাকা দরে। অথচ এটিই ডলারের রেট হলেও বিভিন্ন ব্যাংক এখনও কারসাজি করছে।