বিজয় দিবসে কালাম আঝাদ’র ৩টি কবিতা

বিজয় দিবসে কালাম আঝাদ’র ৩টি কবিতা

অস্ফুট স্বর আর তীব্র আকাঙক্ষা
যার মেলবন্ধনের বৈপরীত্য
না সওয়া, সয়ে যাওয়ার তৈরি রীতি
পা দলে এগিয়ে যাওয়া সুখপ্রীতি
সকল বাধা ছিন্ন করে নেওয়া জয়
জীবনমুখী সর্বকাজের সুখজয়
জয় বাঙলা, জয় বাঙলা, বিজয়ের জয়।

###

এ বিজয় স্বাধীনচেতা মানুষের
এ বিজয় নিপীড়িত সংখ্যালঘুদের
এ বিজয় সকল ধর্মের
এ বিজয় সকল বর্ণের
এ বিজয় মাথা উঁচু করে বাঁচার
এ বিজয় সুনীল সমুদ্র আর আবহমান বাঙলার
এ বিজয় সাড়ে ৭ কোটি মানুষের
এ বিজয় তোমার-আমার-তাঁহাদের

###

তুমি আমার ভোরের সূর্য, রাতের তারা
তুমি আমার সকাল-সন্ধ্যা, ‘দিশেহারা’
তুমি আমার মনের ঘরের সন্ধ্যা বাতি
তুমি আমার রাতের বেলায় মাতামাতি
তুমি আমার অবুঝ মনের সবুজ চিহ্ন
তোমায় পেয়ে আজ মোরা হলেম ধন্য
জয় বাঙলা, বাঙলার জয়, শুভ বিজয়
জয় জয় জয়, জয় বাঙলা, শুভ বিজয়।