বঙ্গবন্ধুর জন্য কালাম আঝাদ’র কবিতা ও ছড়া

বঙ্গবন্ধুর জন্য কালাম আঝাদ’র কবিতা ও ছড়া

বঙ্গবন্ধু তোমার তরে আকাশ কাঁদে
কালাম আঝাদ

যখন বঙ্গবন্ধুর বুকের উপরে লেগেছিলো গুলি
সেই সময়টাতে আকাশ কাঁদছিলো
অথচ সেই পাষণ্ডদের একটুও মায়া লাগে নি
তাদের মায়া লাগবে কোত্থেকে
কারণ তারা তো বেজন্মা, কাপুরুষ
তারা একে একে সবাইকে হত্যা করলো
বাদ যান নি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব
বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল
শিশুপুত্র শেখ রাসেল 
বঙ্গবন্ধুর পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল
বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত 
সেরনিয়াবাতের ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে বেবি
বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি
তাঁর অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি 
আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিল।
খুনিরা এই ১৬ জনসহ মোট ১৮ জনকে হত্যা করলো।
৩ বাড়িতে চলে এই হত্যাযজ্ঞ
অথচ বঙ্গবন্ধু এই বাংলাদেশের জন্য তাঁর জীবনের
প্রায় ১৩টি বছর কাটিয়েছেন জেলের অন্ধকার প্রকোষ্ঠে;
বাংলাদেশের মানুষকে মুক্ত করবেন বলে তিনি সয়েছেন কতোই না যন্ত্রণা
তিনি বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় করেছেন কাজ।
দিয়েছেন শ্রম, ঘাম এবং কতো দিন-রাত
অথচ যখন বিশ্ববাসী এমন এক নেতাকে চিনলো
আর বাঙালি হয়েও কিছু বিপথগামী সেনা তাঁকে চিনলো না
তাঁরা চালালো গুলি বঙ্গবন্ধুর বুকে।
বঙ্গবন্ধুর জন্য আজ আকাশ কাঁদে।


স্লোগান/ছড়া
কালাম আঝাদ

শেখ মুজিব, শেখ মুজিব
জাতির পিতা শেখ মুজিব
ধন্য মায়ের ধন্য ছেলে
শেখ মুজিব, শেখ মুজিব
তোমার আমার ঠিকানা
পদ্মা, মেঘনা, যমুনা
বাংলা মায়ের বীর ছেলে
শেখ মুজিব, শেখ মুজিব
শেখ মুজিবের জন্য
বাংলাদেশ ধন্য
শেখ মুজিবের জন্য
আমরা সবাই ধন্য
স্বাধীন করেছে দেশটা কে?
শেখ মুজিব, শেখ মুজিব
স্বাধীনতার ঘোষণায়
শেখ মুজিব, শেখ মুজিব
৭ই মার্চের ভাষণে
শেখ মুজিব, শেখ মুজিব
দেশের জন্য জেলেতে
শেখ মুজিব, শেখ মুজিব
প্রায় ১৩ বছর জেলেতে
শেখ মুজিব, শেখ মুজিব
ভাষা আন্দোলন, ছয়দফায়
শেখ মুজিব, শেখ মুজিব
বাংলার দাবি আদায়ে
শেখ মুজিব, শেখ মুজিব
শ্রদ্ধা লও, লও সালাম
শেখ মুজিব, শেখ মুজিব
জাতির পিতা, বঙ্গবন্ধু
শেখ মুজিব, শেখ মুজিব।