‘বঙ্গবাজারের আগুনে আনুমানিক ২ হাজার কোটি টাকার ক্ষতি’

‘বঙ্গবাজারের আগুনে আনুমানিক ২ হাজার কোটি টাকার ক্ষতি’

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারের আগুনে প্রায় সাড়ে ৫ হাজার দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি বলেন, আমাদের জানামতে, শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই আড়াই হাজারের মতো দোকান রয়েছে। এখানে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান দেন। সামনে ঈদ। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার জন্য মালামাল তুলেছেন। ঈদ মৌসুমে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ব্যবসায়ীদের পুঁজি বলতে দোকানের মালামালই। মালামাল পুড়ে গেলে তাঁদের পুঁজি বলতে সব শেষ। এখন তাঁদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রমজানে ঈদকেন্দ্রিক ব্যবসার ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে ৭ শ কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানাচ্ছি।

সর্বশেষ খবরে জানা গেছে, বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

জানা গেছে, প্রায় ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি), ভলেন্টিয়ার, র‌্যাব, স্বেচ্ছাসেবক, দোকানের মালিক এবং কর্মচারীরা।