বঙ্গোপসাগরে ট্রলারডুবি : বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধারে ভারতীয়রা।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি : বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধারে ভারতীয়রা।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধার করলেন ভারতীয়রা। নিম্নচাপের জেরে প্রাকৃতিক দুর্যোগের ফলে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠে এবং ডুবে যায় বাংলাদেশের ট্রলারটি। এরপর ট্রলারে থাকা ১১ জন মৎস্যজীবী সাগরে ভেসেছিলেন। শনিবার (২০ আগস্ট) বিকেল চারটে নাগাদ পশ্চিমবঙ্গ মৎস্যজীবী ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সম্পাদক নৌকায় করে ফেরার সময় হঠাৎ তাঁদের দেখতে পান। তাঁদের ভাসমান অবস্থায় দেখে তিনি তাঁদের উদ্ধার করেন। সমুদ্রের মাঝে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির কবলে পড়ে বাংলাদেশের এক ট্রলার ডুবে যায় বঙ্গোপসাগরে। বাংলাদেশের জল সীমানা অতিক্রম করে ভাসতে ভাসতে চলে আসে ভারতের জল সীমানায়। ডুবে যাওয়া বাংলাদেশি ট্রলারের নাম স্বাধীন ফিশিং। বাংলাদেশের মহিপুর থেকে তাঁরা মাছ ধরতে বেরিয়েছিলেন বলে খবর। কিন্তু প্রবল ঢেউয়ে তাঁরা ভারতীয় জলসীমায় এসে পৌঁছন। বর্তমানে তাঁদের রায়দিঘিতে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় মৎস্যজীবীরা তাঁদের ১১ জনকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। বন দপ্তর তাঁদেরকে সড়কপথে মোটর ভ্যানে করে নিয়ে রায়দিঘিতে আনেন। ওই ১১ জন মৎস্যজীবীই বাংলাদেশের বাসিন্দা।