বিএফআইইউ-সিআইডি সভা : অর্থ পাচার ও অবৈধ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিরুদ্ধে অভিযান চলবে

বিএফআইইউ-সিআইডি সভা : অর্থ পাচার ও অবৈধ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিরুদ্ধে অভিযান চলবে

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : অর্থ পাচার ও অবৈধ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিরুদ্ধে অভিযান জোরদার, ডলারের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং অর্থ পাচারের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং সিআইডির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিআইডির কনফারেন্স রুমে এ সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া।

অবৈধভাবে বিদেশ থেকে রেমিট্যান্স প্রেরণ, দেশ থেকে হুন্ডি বা অবৈধ উপায়ে অর্থ পাচার রোধ এবং মানিলন্ডারিং মামলা দ্রুত নিষ্পত্তির বিভিন্ন ধরনের তথ্য দ্রুত আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া অবৈধ মানি চেঞ্জার প্রতিষ্ঠান, অবৈধ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিরুদ্ধে অভিযান চলমান রাখা এবং জাতীয় স্বার্থে যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করাও হয়েছে সভায়। এতে বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস, অতিরিক্ত পরিচালক মাসুদ রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।