বিএনপির সমাবেশ শুরুর দেড় ঘণ্টা আগেই নয়াপল্টনের রাস্তায় নেতাকর্মীরা

বিএনপির সমাবেশ শুরুর দেড় ঘণ্টা আগেই নয়াপল্টনের রাস্তায় নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা দুইটা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। তবে দুপুর সাড়ে ১২টা থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং সরেজমিন দেখা গেছে, প্রতিবাদ সমাবেশের জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। ‌তবে এখনো আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয় নি। এ সমাবেশে অংশ নিতে দুপুর ১২টা থেকেই মিছিল নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন।

বেলা একটায় এ প্রতিবেদন লেখার সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের একপাশে দলটির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এ পথ হয়ে একটি সারিতে যানবাহন চলাচল করছে। এতে ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড়ে যাওয়ার সড়কে কিছুক্ষণ পরপর যানজটের সৃষ্টি হচ্ছে। আর বিপরীত পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সমাবেশ মঞ্চের ব্যানারে লেখা রয়েছে গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, ৭ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের গুলি বর্ষণে মকবুল হোসেন হত্যা, মিথ্যা গায়েবি মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবরদখল করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ।

এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে দলের জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম।

এদিকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করতে চেয়েছিলো বিএনপি। ‌দলটিকে এখানে সমাবেশ করতে দেয় নি পুলিশ। উল্টো সমাবেশের আগে ৭ ডিসেম্বর দলের কিছু নেতাকর্মী নয়াপল্টনের সামনে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিএনপির।