বাউল সম্রাটের ১০৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হলো ঘরোয়া পরিবেশে।

বাউল সম্রাটের ১০৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হলো ঘরোয়া পরিবেশে।
ডন প্রতিবেদক, কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : ‘গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলেনা’, ‘কেনো পিরিতি শিখাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি’, ‘কোন মেস্তোরি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে, ময়ূর পঙ্খি নায়’- এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ আব্দুল করিম। তাঁর ১০৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হলো ঘরোয়া পরিবেশে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বাউলের নিজ গ্রাম উজান ধলে শাহ আব্দুল করিম পরিষদের আয়োজনে তাঁর জন্ম বার্ষিকীকে ঘিরে ছিলো আলোচনা সভা ও বাউল গানের আসর। শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি বাউলপুত্র শাহ নুর জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেরমধ্যে উপস্থিত ছিলেন বাউল রমেশ ঠাকুর, বাউল আব্দুর রহমান ও বাউল ফয়সলসহ অনেক গুনী শিল্পীরা। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি বাউল শাহ আব্দুল করিম সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদী ঘেষে অবস্থিত অব উজান ধল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনকে ঘিরে করোনাভাইরাসের কারণে বাউলের গ্রামের বাড়িতে অত্যন্ত ঘরোয়া পরিবেশে তাঁর অসংখ্য ভক্ত উপস্থিত হন। শাহ আব্দুল করিমের পিতা ইব্রাহিম আলী ও মাতা নাইওরজান বিবি। দারিদ্র্যতা আর জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল সম্রাট শাহ আব্দুল করিম ছোটবেলা থেকেই সঙ্গীত সাধনার মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন। শৈশব থেকেই একতাঁরা ছিলো তাঁর নিত্যসঙ্গী। তিনি ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ১৬শরও বেশি গানের রচয়িতা এবং তাতে তিনি সুরারোপও করেছেন। বিষয়টি বাঙলা কাগজ ও ডনকে জানিয়েছেন শাহ আব্দুল করিমের পুত্র বাউল শাহ নুর জালাল।