পাকিস্তানে গির্জায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

পাকিস্তানে গির্জায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ধর্মীয় অবমাননার গুজবের জেরে পাকিস্তানের ফয়সালাবাদের জরানওয়ালায় গির্জা এবং খ্রিস্টানদের বাড়িতে হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি। খবর জিও নিউজের।

কোরআন অবমাননার অভিযোগ ছড়িয়ে পড়ার পর বুধবার (১৬ আগস্ট) দিনের প্রথমদিকে শিল্পনগরীর উপকণ্ঠে খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকায় শত শত লোক হামলা চালায়।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে, পাকিস্তানে কোরআন অবমাননার অভিযোগের প্রতিক্রিয়ায় গির্জা এবং বাড়িঘরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন মতপ্রকাশকে সমর্থন করলেও, সহিংসতা বা সহিংসতার হুমকি কখনই অভিব্যক্তির গ্রহণযোগ্য রূপ নয় বলেই জানিয়েছেন তিনি।

বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা পাকিস্তানি কর্তৃপক্ষকে এই অভিযোগগুলোর পূর্ণ তদন্ত করার এবং শান্ত থাকার আহ্বান জানাই।’