পিআইবি-ইউএনডিপি’র ফেলোশিপ পেলেন ৮ সাংবাদিক

পিআইবি-ইউএনডিপি’র ফেলোশিপ পেলেন ৮ সাংবাদিক
ডন প্রতিবেদন : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও ইউএনডিপি’র কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের অধীনে স্থানীয় সরকারবিষয়ক মিডিয়া ফেলোশিপ পেয়েছেন আট সাংবাদিক। সম্প্রতি এ ফেলোশিপপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে পিআইবি। ফেলোশিপ পাওয়া সাংবাদিকেরা হলেন : দৈনিক প্রথম আলোর সামছুর রহমান আদিল, সমকালের জাহিদুর রহমান, ঢাকা ট্রিবিউনের সোহেল মামুন, দ্য ডেইলি অভজারভারের শেখ শাহরুখ ফারহান, চ্যানেল টোয়েন্টিফোরের মুহাম্মদ মুকিমুল আহসান, এটিএন বাংলার একরামুল হক সায়েম, নাগরিক টিভির আনোয়ার হোসেন এবং বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক। পিআইবি জানিয়েছে, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদগুলোর বিভিন্ন কার্যক্রম, সফলতা, শিক্ষণ ও উত্তমচর্চাগুলো সংগ্রহ-প্রচারের লক্ষ্যে জাতীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্য ফেলোশিপ প্রদান করা হয়েছে। ৫ মাস মেয়াদি ‘মিডিয়া ফেলোশিপ অন লোকাল গভর্নেন্স’ ফেলোশিপ প্রদান করা হয়েছে বলেই জানিয়েছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ।