ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতার কথা বললো সুনামগঞ্জ

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতার কথা বললো সুনামগঞ্জ
ডন প্রতিবেদক, কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত পৃথকভাবে ধর্ম মন্ত্রণালয়ের আওতায় শহরের হাজীপাড়ার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কার্যালয়ের হলরুমে সনাতন ধর্মের (হিন্দু ধর্ম) ৩০ জন, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের ১০ জন এবং ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে ইসলাম ধর্মের ৬০ জন ভার্চুয়ালি সংযুক্ত হন। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রকল্প পরিচালক) আব্দুল্লাহ আল শাহিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ধর্ম সচিব নুরুল ইসলাম পিএইচডি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল ইমরান রুহুল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবু সিদ্দিকুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সুনামগঞ্জ অঞ্চলের সহকারি প্রকল্প পরিচালক রবীন আচার্য্য, শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের সভাপতি সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক ও বিশিষ্ঠ শিক্ষাবিদ যোগেশ্বর দাস, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, নায়েবি মোহতামিম মাওলানা আব্দুল বছির, মাওলানা আব্দুল গফ্‌ফার, দ্বীনি সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী নুর, সদর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার প্রহল্লাদ কুমার, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষন তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন কুমার বর্মণ, সার্বজনীন কেন্দ্রীয় দূর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, নতুনপাড়া শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ গোপাল গোস্বামী, পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, পুরোহিত শ্রী অমিত চক্রবর্তী, ঝলক গোস্বামী, যীশু কুমার দাস, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, বাংলা কাগজ এবং মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, সুমনা মন্ডল, জবা ঘোষ এবং বৃষ্টি রানীসহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম সচিব নুরুল ইসলাম বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে প্রতিটি ধর্মের মানুষের অংশগ্রহণে এই দেশ স্বাধিন হয়েছিলো। ওই সময় যাঁরা দেশ স্বাধিন করতে অস্ত্র হাতে তুলে নিয়ে রক্ত বিলিয়ে শহিদ হয়েছিলেন, তাঁরা ধর্মের ছিলেন। এ কারণেই দেশ অসাম্প্রদায়িক চেতনা ধারণ স্বাধিনতার সুবর্ণ জয়ন্তি এবং মুজিববর্ষ উদ্‌যাপন করছে। তিনি বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। ‘দীর্ঘদিনের সম্প্রীতির জেলা সুনামগঞ্জের সুনাম বিনষ্ট করতে যারা চেয়েছিলেন, তারাই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।’ তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলার আহ্বান জানান।