দেশে ফিরে শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন ম্যাক্রোঁ

দেশে ফিরে শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন ম্যাক্রোঁ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ঢাকা সফর শেষে দেশে ফিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার (১১ সেপ্টেম্বর) প্যারিসে পৌঁছে এক্সে (টুইটার) এক বার্তায় তিনি শেখ হাসিনা এবং বাংলাদেশের নাগরিকদের ধন্যবাদ জানান।

দুইদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে ইমানুয়েল ম্যাঁক্রোকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য তিনি এই ধন্যবাদ জানিয়েছেন।

ইমানুয়েল ম্যাঁক্রো লিখেছেন, ‘ধন্যবাদ আপনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বাংলাদেশিদের, আপনাদের উষ্ণ অভ্যর্থনার জন্য। এটি আমাদের দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক ও অটুট বন্ধুত্বের গুরুত্ব বহন করে।’

রাষ্ট্রীয় সফরের সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা ছাড়েন ইমানুয়েল ম্যাঁক্রো। বিকেল সাড়ে ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

এটি বাংলাদেশে ইমানুয়েল ম্যাঁক্রোর প্রথম এবং কোনও ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর। এর আগে ১৯৯০ সালের ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-20 সম্মেলনে যোগদান শেষে গত রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আসেন ইমানুয়েল ম্যাঁক্রো। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।