দুমকিতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

দুমকিতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি  উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, আঙ্গরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, সহ-সভাপতি মাওলানা আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধা, আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ফজলুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, কৃষক লীগের আহ্বায়ক আজাহার আলী মৃধা এবং শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসেন খন্দকারসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

আলোচনা সভা শেষে কেক কাটা ও এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।