দুই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে টিফিন দেওয়ার কার্যক্রম শুরু।

দুই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে টিফিন দেওয়ার কার্যক্রম শুরু।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকার টিফিনের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, ‘সারাদিন ধরে ছেলেমেয়েরা স্কুলে থাকে, ক্ষুধা নিয়ে লেখাপড়ায় মনোযোগ দিতে পারে না। শিক্ষার্থীরা যাতে স্কুলে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারে, এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সারাদেশের প্রতিটি স্কুলে টিফিন দেওয়ার ব্যবস্থা করছি। দুই মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছি।’ আজ রোববার (২৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদমর্যাদায় উন্নীত করার দাবি দ্রুত বাস্তবায়ন হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এক মাসের মধ্যেই শিক্ষকদের গ্রেডের বিষয়ে সিদ্ধান্ত হবে। প্রাথমিকের শিক্ষকেরা যেনো পদোন্নতি পান সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি, যাঁরা ভালো শিক্ষক তাঁরা যেনো পদোন্নতি পেয়ে ডিডি (উপপরিচালক) পর্যন্ত হতে পারেন, সে বিষয়েও আমরা কাজ করছি।’ তিনি গণকা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচন করে জেলার ৬৫টি নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন ও ১৫টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ সামিল উদ্দিন আহম্মেদ, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফেরদৌসি ইসলাম, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি রহুল আমিন, সাধারণ সম্পাদক আবদুল ওদুদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী অহেদুজ্জামান।