তাসরিফের প্যারালাইসিস হলো অহংকারের পতন : হিরো আলম

তাসরিফের প্যারালাইসিস হলো অহংকারের পতন : হিরো আলম

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : সঙ্গীতশিল্পী তাসরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি সে খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন। ফেসবুকে দেওয়া ওই পোস্টে অসংখ্য নেটিজেন তার সুস্থতা কামনা করেছেন, ভালোবাসা জানিয়েছেন। কিন্তু বিপরীত মনোভাব পোষণ করেছেন অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। তাসরিফের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, এই প্যারালাইসিস হলো অহংকারের পতন।

শুক্রবার (১০ মার্চ) রাতে ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেন, ‘আল্লাহ্ পাক চাইলে মানুষকে পতন করতে পারে, এক মিনিটে। আপনারা সবাই জানেন, তারই একটা চাক্ষুস প্রমাণ তাসরিফ খান। সে কিন্তু খুব ভালো গান গায়, সিঙ্গার। আল্লাহ্ পাক তার কণ্ঠ ভালো দিয়েছে। আজকে তার মুখের কী করেছে দেখেছেন? প্যারালাইসিসে মুখ বাঁকা হয়ে গেছে। এটা হলো অহংকারের পতন।’

তাসরিফের প্রতি তার এই মনোভাবের কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘কিছুদিন আগে চাঁদপুরে একটা প্রোগ্রামের কথা ছিলো আমার। সেখানে আমি ছিলাম, তাসরিফ ছিলো, আরও অনেকে ছিলো। এই তাসরিফ যখন শুনেছে, আমি ওই প্রোগ্রামে যাবো, সে বলেছে- হিরো আলম ওখানে গেলে আমি প্রোগ্রামে যাবো না। এই তাসরিফ কিন্তু একদিন এটা বলেছিলো। আজকে তার অবস্থা দেখেছেন?’