‘টিকটকে আসক্ত’ তিন বোনের সন্ধান মিললো যশোরে

‘টিকটকে আসক্ত’ তিন বোনের সন্ধান মিললো যশোরে
ডন প্রতিবেদক, যশোর : ঢাকার আদাবরে খালার বাসা থেকে বের হয়ে নিখোঁজ দুই এসএসসি পরীক্ষার্থীসহ ‘টিকটকে আসক্ত’ তিন বোনকে পাওয়া গেছে যশোরে তাঁদের বাবার বাড়িতে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বলেন, ‘আদাবর থানা পুলিশ কিছুক্ষণ আগে তাঁদের যশোর কোতোয়ালি মডেল থানায় নিয়ে গেছে।’ তিন বোনের মধ্যে একজন উচ্চ মাধ্যমিকে পড়ে। অন্য দুইজন ঢাকার একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। ২০১৩ সালে তাদের মা মারা গেলে বাবা আরেকটি বিয়ে করে যশোরে থাকেন। তখন থেকে খালাদের কাছেই থাকছিলো তিন বোন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা কাউকে না জানিয়ে আদাবরের শেখেরটেকে বড় খালার বাসা থেকে বেরিয়ে যায়। তাঁদের কোনও খোঁজ না পেয়ে আদাবর থানায় জিডি করেন তাঁদের খালা। যশোর কতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘তাঁরা খালার বাসা থেকে যাশোরে চলে এসেছিলো বাবার বাড়িতে।’ আগে তারা খিলগাঁওয়ে ছোট খালার বাসায় থাকলেও ছোট দুজনের এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে ধানমণ্ডিতে। সে কারণে পরীক্ষা শুরুর আগে থেকে তারা আদাবরে বড় খালার বাসায় থাকছিলো। ওই বাসায় থেকেই তারা একটি পরীক্ষা দিয়েছে, আরও দুটো পরীক্ষা বাকি। এরমধ্যেই তাঁরা কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায় বলে তাঁদের বড় খালার ভাষ্য।