ঝুমন দাশের মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

ঝুমন দাশের মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
ডন প্রতিবেদক, কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রকৃত অপরাধিদের শাস্তির দাবিতে এবং ফেসবুকে স্ট্যাটাস প্রদান করে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত ঝুমন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) হিউম্যান ফাস্ট মুভমেন্টের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ সময় বক্তব্য দেন শামস শামীম, প্রদীপ দাস এবং ওবায়দুল হক মিলন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শাল্লার নোয়গাঁও গ্রামে বর্বরোচিত হামলার ঘটনায় প্রকৃত অপরাধিরা জামিন পেলেও ঝুমন দাশ এখনো জামিন পান নি। দরিদ্র ঝুমন দাশ দীর্ঘদিন ধরে কারাগারে থাকার কারণে তাঁর পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছে। এ সময় মানববন্ধনকারীরা বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।