বাঙলার কাগজ সম্পাদকের ৩৭তম জন্মদিন উদ্‌যাপিত

বাঙলার কাগজ সম্পাদকের ৩৭তম জন্মদিন উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বিশ্বের সকল দেশ থেকে সকল ভাষায় পড়া এবং শোনার সুবিধা থাকা আন্তর্জাতিক নিউজ এজেন্সি- বাঙলার কাগজ’র সম্পাদক ও প্রকাশক জনাব কালাম আঝাদের ৩৭তম জন্মদিন উদ্‌যাপিত হয়েছে। তাঁর জন্মদিন ১১ জুন। ১৯৮৭ সালের এইদিনে তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে তাঁর জন্ম নগরী- কুমিল্লায় কেক কাটা এবং ‘প্রীতি সম্মিলনীর’ আয়োজন করা হয়।

কালাম আঝাদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকে (সম্মান) পড়াশোনা করেছেন। তিনি ভোরের ডাক দিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা হিসেবে তাঁর সাংবাদিকতার জীবন শুরু করেন। এরপর ডেইলি সান এবং সকালের খবরে শাবিপ্রবি প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০১২ সালে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে আমাদের অর্থনীতিতে তিনি শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। এ সময় তিনি আমাদের অর্থনীতির সঙ্গে একই হাউস হওয়ায় আমাদের সময় ডটকমেও (আমাদের সময়ের সাবেক নিউজ পোর্টাল) কাজ করেন। আমাদের অর্থনীতিতে তিনি ব্যাংক বিট দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেন। তিনি আমাদের অর্থনীতিতে আলোড়ন সৃষ্টিকারী অসংখ্য প্রতিবেদন করেছেন। এর সময়কাল ছিলো ২০১২ সালের মে থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত। এরপর তিনি দৈনিক ভোরের পাতায় একই বিটে কাজ করার পর আবারও আমাদের অর্থনীতিতে যোগ দেন। এরপর তিনি আবেদ খান সম্পাদিত দৈনিক জাগরণে কাজ করেন। দৈনিক জাগরণ থেকে তিনি আমাদের অর্থনীতিতে ফিরে আসেন। এরপর তিনি ২০২০ সালের ২০ মে নিজের সম্পাদনায় অনলাইন নিউজ এজেন্সির আত্মপ্রকাশ ঘটান। বর্তমানে তিনি তাঁর নিউজ এজেন্সি বাঙলার কাগজ’র সম্পাদক ও প্রকাশক। ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রী ফারহানা পারভীন (মিলি) একজন শিক্ষিকা। আর তাঁর দুই ছেলে যথাক্রমে : আবরার আহসাফ আদিব এবং ফাতিন ইশরাক আরিশ স্কুলে পড়ছে। জনাব কালাম আঝাদের জন্মদিনে তিনি তাঁর ফেসবুকের ওয়ালে ভালোবাসায় সিক্ত হয়েছেন। ম্যাসেঞ্জারেও অনেক মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেছেন, আমার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার ঋণ কখনোই শোধ হবার নয়। তবে আমি যখনই সুযোগ পাবো, তখনই এ ঋণ শোধ করার চেষ্টা করবো। আমার শুভাকাঙ্ক্ষীরাই আমার প্রাণ, তাঁরাই আমার প্রকৃত ভালোবাসা। তিনি তাঁর জন্মদিনে মানুষের জন্য এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় আবারও ব্যক্ত করেছেন। তিনি সকলের কাছ থেকে দোয়া এবং আশির্বাদ প্রার্থনা করেছেন।