জাতীয় অধ্যাপক ও ভাষা আন্দোলনকারী রফিকুল ইসলাম মারা গেছেন।

জাতীয় অধ্যাপক ও ভাষা আন্দোলনকারী রফিকুল ইসলাম মারা গেছেন।
ডন প্রতিবেদন : বিশিষ্ট নজরুল গবেষক, জাতীয় অধ্যাপক ও বায়ান্নতে ভাষা আন্দোলনকারী রফিকুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রফিকুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন। এভারকেয়ার হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডা. অভিজিৎ বাংলা কাগজ ও ডনকে রফিকুল ইসলামের মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। গত ৭ অক্টোবর পেটের ব্যাথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হন জাতীয় এই অধ্যাপক। পরীক্ষা-নিরীক্ষার পর ফুসফুসে পানি ধরা পড়ে তাঁর। তখন থেকে তিনি সেখানে বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক। সেইসঙ্গে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে প্রথম গ্রন্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসের প্রথম গ্রন্থসহ প্রায় ৩০টি বই লেখা এবং সম্পাদনা করেছেন রফিকুল ইসলাম। জীবদ্দশায় অধ্যাপক রফিকুল ইসলাম একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা পদকেও ভূষিত হন তিনি। রফিকুল ইসলাম বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেন। ২০১৮ সালে তাঁকে জাতীয় অধ্যাপক ঘোষণা করে সরকার।