চলমান প্রক্রিয়ায় নতুন পোর্টালগুলোর নিবন্ধন দিন

চলমান প্রক্রিয়ায় নতুন পোর্টালগুলোর নিবন্ধন দিন
কালাম আঝাদ’র কলাম : অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধনের জন্য ২০১৯ সালে দরখাস্ত আহ্বান করে সরকার। ওই সময় (২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত) প্রাথমিকভাবে ৩ হাজার ৫৯৭টি দরখাস্ত জমা পড়ে। সেসব দরখাস্ত বিবেচনায় এনে ৩ দফায় ১৭৭টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে গত বছরের ৩০ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টাল, দ্বিতীয় দফায় ৩ সেপ্টেম্বর ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল এবং তৃতীয় দফায় একই বছরের ৩০ নভেম্বর ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য অধিদপ্তর। কিন্তু প্রথম দফায় দরখাস্ত জমা নেওয়ার পর অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বরের পর দেশে আরও বেশকিছু অনলাইন নিউজ পোর্টাল আত্মপ্রকাশ করেছে এবং প্রকাশিত হয়েছে কয়েকটি জাতীয় পত্রিকাও। সুতরাং বিষয়টি বিবেচনায় এনে নতুন অনলাইন নিউজ পোর্টাল এবং পত্রিকার অনলাইন সংস্করণের জন্য আবেদনপত্র নেওয়া হোক। এক্ষেত্রে আদালতের রায় প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদের একটি বক্তব্য তুলে ধরা যায়। যেখানে তথ্যমন্ত্রী বলেছেন, দেশে নতুন নিউজ পোর্টাল এবং নতুন পত্রিকা প্রকাশিত হবে এবং সেগুলোর নিবন্ধন দেওয়া হবে। এবং এটি একটি চলমান প্রক্রিয়া। সুতরাং আমরা বলতে চাই, নতুন নিউজ পোর্টালের জন্য অর্থাৎ যেগুলো ২০১৯ সালের ডিসেম্বরের পর আত্মপ্রকাশ করেছে, সেগুলোর জন্য আবেদনপত্র নেওয়া হোক এখনই; প্রয়োজনে নতুন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদনপত্র চাওয়া হোক। এক্ষেত্রে আমি বলতে পারি, আমার অনলাইন নিউজ পোর্টাল অর্থাৎ বাংলা কাগজ এবং আওয়ার ডন’র নিবন্ধনের জন্য আবেদনপত্র পাঠানো হয়েছিলো তথ্য অধিদপ্তরে। কিন্তু গত কয়েকদিন আগে তথ্য অধিদপ্তরে আবেদনপত্র পাঠানোর পর আমার বাহককে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সুপারিশ প্রদান করলেই তাঁরা আবেদনপত্র জমা নেবেন। এখন আমার প্রশ্ন হলো, তথ্য অধিদপ্তর আবেদনপত্র জমা নেবে, তার জন্য তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সুপারিশের কেনো প্রয়োজন পড়বে? কারণ নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা নেওয়ার এখতিয়ার তো তথ্য অধিদপ্তরের। এবং তথ্য অধিদপ্তর আবেদনপত্র জমা নেওয়ার পর, সেগুলোর ব্যাপারে যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এরপর পোর্টালকে নিবন্ধন দেওয়া হবে। সুতরাং বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নিন এখনই।