চাঁদপুরে খাসজমি উদ্ধারে শিক্ষামন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে জেলা প্রশাসকের মামলা।

চাঁদপুরে খাসজমি উদ্ধারে শিক্ষামন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে জেলা প্রশাসকের মামলা।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চাঁদপুর : চাঁদপুরের হাইমচর উপজেলার ‘টিপুনগরে’ খাসজমি উদ্ধারে জেলা প্রশাসনের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) চাঁদপুর সদরের জ্যেষ্ঠ সহকারী জজ মো. মহিউদ্দিনের আদালতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের পক্ষে মামলাটি করেন সরকারি কৌঁসুলি আব্দুর রহমান। আব্দুর রহমান বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। ৩১ মে মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলায় শিক্ষামন্ত্রী দীপু মনির বড় ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাওয়াদুর রহিম ওয়াদুদ ওরফে টিপুসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি জাওয়াদুর রহিম। তিনি বর্তমানে ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯৫০ সালে নদীতে জেগে ওঠা জমি পরবর্তী সময়ে সরকারি স্বত্ব স্বার্থ বজায় রেখে কৃষকদের মধ্যে অস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাওয়াদুর রহিম ওয়াদুদ হাইমচর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে হাইমচরের ৪ নম্বর নীলকমল ইউনিয়নের বাহেরচরে ৪৮ দশমিক ৫২ একর (৪ হাজার ৮৫২ শতাংশ) জমি হাইমচর সাবরেজিস্ট্রারের সহযোগিতায় ভুয়া দলিল মূলে মালিকানা নেন। পরে সেখানে মাছের ঘের, গবাদিপশুর খামার ও সবজিবাগান গড়ে তোলেন। ওই এলাকার নাম বদলে নিজের নামে টিপুনগর নামকরণ করেন তিনি। বিষয়টি ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খাসজমি উদ্ধারে আদালতে মামলা করলো জেলা প্রশাসন। মামলায় ক্ষতিপূরণও দাবি করা হয়েছে। এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘আমরা সরকারি জমি উদ্ধারে সরকারি নিয়মে আদালতে মামলা করেছি।’