চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে গেলো ৪ টন ইলিশ।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে গেলো ৪ টন ইলিশ।

নিজস্ব সংবাদদাতা, বাঙলার কাগজ; রাজু দত্ত, কমলগঞ্জ : এবার তৃতীয় দফায় মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরার কৈলাশহরে গেলো ৪ টন বাংলাদেশি ইলিশ মাছ। চট্টগ্রামের প্যাসিফিক ফুডের মাধ্যমে ভারতের ত্রিপুরার কৈলাশহরের আব্দুল মুহিত আজ মঙ্গলবার (২০সেপ্টেম্বর) বেলা আড়াইটায় ইলিশের এ চালান গ্রহণ করেন।

প্যাসিফিক ফুড লিমিটেডের স্থানীয় প্রতিনিধি জসিম উদ্দীন ও মশিক মোল্লা বাঙলার কাগজ ও ডনকে জানান, গত ৯ সেপ্টেম্বর এ পথে তাঁরা নিজস্ব প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজের মাধ্যমে ত্রিপুরার কৈলাশহরে ২ টন এবং ১২ সেপ্টেম্বর আরও ২ টন ইলিশ রপ্তানি করেন। এবার চট্টগ্রামের প্যাসিফিক ফুড লিমিটেডের মাধ্যমে ৩২ হাজার ডলারের বিনিময়ে বাংলাদেশি ৩০ লাখ ৩১ হাজার ৬ শ টাকায় আজ ৪ টন ইলিশ রপ্তানি করলেন। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ পথে আরও ইলিশ রপ্তানির সম্ভাবনা রয়েছে বলেই জানান তাঁরা।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সুপারিনটেনডেন্ট (রাজস্ব কর্মকর্তা) রেজাউল কবির কাজল আজ বাঙলার কাগজ ও ডনকে ৪ টন ইলিশ রপ্তানির সত্যতা নিশ্চিত করেছেন।