গুলি করে আশ্রয় নিলেন থানায়। চান্দিনায় গ্রেপ্তার রেদোয়ান আহমেদ।

গুলি করে আশ্রয় নিলেন থানায়। চান্দিনায় গ্রেপ্তার রেদোয়ান আহমেদ।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় ছাত্রলীগ ও এলডিপির পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্রে করে সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ গুলি করে আশ্রয় নেন থানায়। পরে গুলির সত্যতা মেলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৩ জনকে। সোমবার (৯ মে) দুপুর আড়াইটায় এ ঘটনার পর বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের বিকেলে কুমিল্লা বিজ্ঞ আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ (৬৯), মহিচাইল গ্রামের রবিউল্লাহর ছেলে আলী (৩৭), হারং গ্রামের আব্দুল মবিনের ছেলে বাকি বিল্লাহ (৩৯) এবং রেদোয়ান আহমেদের গাড়িচালক সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার মেছড়া খামারখাতা গ্রামের রেজাউল করিম (৫৫)। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘পাল্টাপাল্টি সমাবেশ শুরু হওয়ার আগেই রেদোয়ান আহমেদ গাড়ি থেকে গুলি ছোড়েন। প্রাথমিকভাবে রেদোয়ান আহমেদের গুলি ছোড়ার সত্যতার প্রমাণ মিলেছে। কাজী আখলাকুর রহমান জুয়েল নামে এক ব্যক্তি বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ মে) বিকেল ৪টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। দুপুর ১টার পর থেকে ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করে। দুপুর আড়াইটায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতারা একইস্থানে এলডিপির প্রোগ্রাম করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও অনুষ্ঠান করবে না বলে জানায়। পরে গাড়ি নিয়ে ফেরার সময় ছাত্রলীগ নেতারা রেদোয়ান আহমেদের গাড়িতে তরমুজ ছুড়ে মারেন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।