গুলিস্তানে আ.লীগ-বিএনপির সংঘর্ষে ছুরিকাঘাতে ১ জন নিহত : আহত ৪

গুলিস্তানে আ.লীগ-বিএনপির সংঘর্ষে ছুরিকাঘাতে ১ জন নিহত : আহত ৪

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় আওয়ামী লীগ এবং বিএনপির সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন : মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) এবং মো. মোবাশ্বের (১৮)।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া যুবকের নাম-পরিচয় জানা যায় নি। তবে নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানা গেছে।

শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিলো। আর গুলিস্তান এলাকায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ছিলো।

জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বাঙলার কাগজ ও ডনকে বলেন, ‘দুই দলের সমাবেশ শেষে লোকজন ফেরার পথে গুলিস্তানে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।’