গোদাগাড়ীর বিএমডিএ’র পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

গোদাগাড়ীর বিএমডিএ’র পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; লিয়াকত হোসেন, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীর বিএমডিএ’র পরিদর্শকের বিরুদ্ধে গভীর নলকূপের অপারেটর নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।

ওই অভিযোগ উঠেছে, গোদাগাড়ীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গোদাগাড়ী জোন-১ এর পরিদর্শক মোতাহার আলীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলার কাগঠিয়া স্কীমভুক্ত গভীর নলকূপের অপারেটর হিসেবে নিয়োজিত ছিলেন মোয়াজ্জেম হোসেন। বর্তমানে সেই পদে অন্য একজনকে ৫০ হাজার টাকার বিনিময়ে নিয়োগ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে পরিদর্শক মোতাহার আলীর বিরুদ্ধে। ইতিমধ্যে তিনি ৫০ হাজার টাকার ১০ হাজাও টাকা অগ্রীম নিয়েছেনও।