খাগড়াছড়িতে ব্যাঙ বিক্রির অপরাধে ৩ জনের ৬ মাসের কারাদণ্ড।

খাগড়াছড়িতে ব্যাঙ বিক্রির অপরাধে ৩ জনের ৬ মাসের কারাদণ্ড।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি বাজারে ব্যাঙ বিক্রির অপরাধে ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ড দণ্ডপ্রাপ্তরা হচ্ছে আইয়ুব আলী, রুবেল দাস ও হৃদয়। তারা সকলেই খাগড়াছড়ি পৌর এলাকার বাসিন্দা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাঙলা কাগজ ও ডনকে বিষয়টি রোববার (৩ জুলাই) নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুন) ছিলো খাগড়াছড়ি হাটের দিন। এদিন দুপুরে সহকারি বন সংরক্ষক মোজাম্মেল হোসেনকে সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ১২/৩৪ (ক) ধারায় তাঁদেরকে এই সাজা দেওয়া হয়। 

পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে, এমন যে কোনও কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।