খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদ্‌যাপিত

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদ্‌যাপিত হয়েছে।

রোববার (২৮ মে) সকালে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদ্‌যাপিত হয়।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে পানছড়ি উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন রশীদ, পানছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, পানছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কফিল উদ্দিন, পানছড়ি উপজেলা মহিলা বিষয়ক  কর্মকর্তা মনিকা বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, পানছড়ি উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক  ও পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, পানছড়ি উপজেলার বিভিন্ন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা, পানছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ ছাত্র-ছাত্রী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উৎসবে উপস্থিত ছিলেন।