কালাম আঝাদ’র কলাম : ৪ জন নিহত : এ কোন ঈদ! তবুও ঈদ মোবারক।

কালাম আঝাদ’র কলাম : ৪ জন নিহত : এ কোন ঈদ! তবুও ঈদ মোবারক।

সম্পাদকীয় মত, বাঙলা কাগজ : সারাদিনের কাজ শেষ করলাম। ভাবলাম, এ বার উঠি। কিন্তু যে-ই উঠতে গেলাম, তখনই মেইলে চোখ পড়লো ‘কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪’ নিউজটি। এ অবস্থায় কী করে উঠি!

মঙ্গলবার (৩ মে) বাংলাদেশসহ আশেপাশের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের আগে কি বন্ধ হয়েছে হানাহানি? তাহলে আমরা দীর্ঘ একমাসের রমজানে কী শিখলাম? আবার দেখি, বাজারে সয়াবিন তেলও নেই। কোথাও পাওয়া যাচ্ছে না ‘এ সোনার হরিণ’। তাহলে আমাদের সংযম ও আত্মশুদ্ধি হলো কতোখানি? আসলে প্রতিটি ধর্মই মানুষকে ভালো হতে, ভালো পথে চলতে শেখায়। কোনও ধর্মই এমন হানাহানি, রাহাজানি কিংবা ব্যবসায়ের নামে মানুষ ঠকানো শেখায় না। আবার যিনি অধার্মিক, তাঁর মধ্যেও কিন্তু অমানুষ হওয়ার নীতি নেই (প্রায় সকলক্ষেত্রে)। সুতরাং আমাদেরকে মানবিক মূল্যবোধের হতে হবে। দাঁড়াতে হবে মানুষের পাশে। খুন, রাহাজানি, হানাহানি ও খারাপ কাজগুলো ভুলে যেতে হবে। আর ভালো ভালো কাজগুলো করতে হবে এবং বেশি বেশি করতে হবে।