কমলগঞ্জে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদ্‌যাপিত

কমলগঞ্জে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; রাজু দত্ত, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২৪৯তম শুভ জন্মাষ্টমী উৎসব উদ্‌যাপিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের আয়োজনে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা, সঙ্কীর্তন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, কমলগঞ্জ শাখার সভাপতি শ্রী শংকর লাল সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, কমলগঞ্জ শাখার সভাপতি শ্রী শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে নানান ধর্মীয় সংগঠনের উদ্যোগে পশ্চিম কুমড়াকাপন, লঙ্গুরপার, নারাইনপুর, তিলকপুর, পাত্রখোলা, আলীনগরসহ বিভিন্ন এলাকার কৃষ্ণভক্ত নর-নারীরা জন্মাষ্টমী উৎসব পালন করেন।