কোমর পানিতে নৌকা নিয়ে আধাপাকা ধান কাটছেন কৃষক!

কোমর পানিতে নৌকা নিয়ে আধাপাকা ধান কাটছেন কৃষক!

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; কিশোরগঞ্জ : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওরে ত‌লি‌য়ে গেছে বিস্তীর্ণ এলাকায় বোরো ধান। বি‌ভিন্ন নদীর পা‌নি বাড়ার সঙ্গেসঙ্গে নতুন করে প্লা‌বিত হচ্ছে ধানের জ‌মি। নৌকা নিয়ে পা‌নিতে ডুবে থাকা আধাপাকা ধান কাটছেন কৃষকেরা। জেলার ইটনার পর এবার নিকলী উপজেলায় প্লা‌বিত হচ্ছে কাঁচা-পাকা ধানক্ষেত। তবে চরাঞ্চল ছাড়া এখনও প্রধান প্রধান হাওর সুর‌ক্ষিত রয়েছে। ঝুঁকিপূর্ণ ফসলরক্ষা বাঁধের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছে প্রশাসন। আজ বুধবার (৬ এপ্রিল) সকালে নিকলী ‍উপজেলার সিংপুর এলাকার কুনকু‌নিয়ার হাওরে গিয়ে দেখা গে‌ছে, ধনু নদীর তীরব‌র্তী চরের অনেক বোরো জ‌মি পানিতে তলিয়ে গেছে। উজানের ঢলে নদীর পা‌নি বেড়ে প্লা‌বিত হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। জানা গেছে, ভারতের আসামের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় পাহা‌ড়ি ঢলে হঠাৎ করেই দেশের নদীর পানি বাড়তে থাকে। সুনামগঞ্জ হয়ে গত শ‌নিবার থেকে প্রবল বেগে পানি ঢুকতে থা‌কে কিশোরগঞ্জের ইটনার ধনু নদীর তীরব‌র্তী নিচু জমিতে। গত দুই দিনে পা‌নি আরও বেড়ে নতুন করে প্লা‌বিত হয় নিকলী উপজেলার কয়েকটি চরাঞ্চলের জ‌মি।