কানাডায় ৪ লাখ বিদেশিকে স্থায়ী বসবাসের অনুমতি

কানাডায় ৪ লাখ বিদেশিকে স্থায়ী বসবাসের অনুমতি

নিজস্ব সংবাদদাতা, বাঙলার কাগজ; অটোয়া : পশ্চিমা অধিকাংশ দেশ যখন অভিবাসী ঠেকাতে কঠোর অবস্থানে, তখন ৪ লাখ বিদেশিকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়ে রেকর্ড করেছে উত্তর আমেরিকার দেশ কানাডা। অর্থনৈতিক ও সামাজিকভাবে অগ্রসর দেশটি উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য অভিবাসীদের কাছে জনপ্রিয় গন্তব্য।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সদ্য বিদায়ী ২০২২ সালে কানাডা সরকার মোট ৪ লাখ ৩১ হাজার ৬৪৫ জন অভিবাসীকে স্থায়ী করার লক্ষ্য নির্ধারণ করেছিলো। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দেশটি মোট ৪ লাখ ৩৭ হাজারেরও বেশি বিদেশিকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়ে অভিবাসী গ্রহণের দিক থেকে রেকর্ড করেছে। কানাডার শ্রমবাজারে এখনো কর্মী সঙ্কট বিদ্যমান।

ধারণা করা হচ্ছে, সঙ্কট মোকাবিলায় অভিবাসন বাড়িয়েছে কানাডা। 

দেশটির অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের ইতিহাসে ২০২২ সালে তাঁরা সবচেয়ে বেশি অভিবাসী গ্রহণ করেছে। অভিবাসী গ্রহণের এ সংখ্যা ২০২১ সালের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি।