এসপিসি ওয়ার্ল্ডের সিইও আল আমিন রিমান্ডে

এসপিসি ওয়ার্ল্ডের সিইও আল আমিন রিমান্ডে
ডন প্রতিবেদন : অর্থপাচারের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর হাকিম আদালতে আসামি আল-আমিনের উপস্থিতিতে বিচারক আসাদুজ্জামান নূর কলাবাগান থানার এই মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই সোহানূর রহমান মঙ্গলবার (৫ অক্টোবর) আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রিমান্ড শুনানির দিন দিয়েছিলেন বিচারক। তবে বৃহস্পতিবার (৭ অক্টোবর) শুনানিতে তার পক্ষে কোনও আইনজীবী ছিলেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই শরীফ সাফায়েত হোসেন। গত ৩ অক্টোবর রাতে রমনা এলাকা থেকে আল আমিন ও তার স্ত্রী সারমীন আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ২৬ আগস্ট কলাবাগান থানায় বাদি হয়ে তাদের বিরুদ্ধের অর্থপাচারের অভিযোগে এ মামলাটি দায়ের করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) এসআই নাফিজুর রহমান। এজাহারে বলা হয়, আসামিরা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামক কোম্পানির নাম দিয়ে ই-কমার্স ব্যবসার আড়ালে অনুমোদনহীন মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনা করেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আয় করার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা সংগ্রহ করে কোম্পানির হিসাব থেকে এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করে ‘মানিলন্ডারিং’ করেছেন। গত ৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৬৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত বছরের শেষদিকে আল আমিন একবার গ্রেপ্তার হয়েছিলো জানিয়ে এই কর্মকর্তা বলেন, এই দম্পতির বিরুদ্ধে সবমিলে চারটি মামলা হয়েছে। এরমধ্যে বনানী থানায় গত মে মাসে একটি এবং কলাবাগান থানায় গত বছর অক্টোবর মাসে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ ছাড়া যশোর কোতয়ালী থানায় প্রতারণার অভিযোগে গত সেপ্টম্বর মাসে একটি মামলা হয়।