এবি ব্যাংকে ৩৫০ কোটি টাকা ঋণ অনুমোদনের অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

এবি ব্যাংকে ৩৫০ কোটি টাকা ঋণ অনুমোদনের অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ব্যবসায়ী মোহাম্মদ আলী হায়দার রতনকে ৩৫০ কোটি টাকা ঋণ অনুমোদনের অভিযোগ আগামী তিন মাসের মধ্যে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৪ মে) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাঙলার কাগজে প্রকাশিত ‘খেলাপির তথ্য লুকিয়ে এবি ব্যাংকে ৩৫০ কোটি টাকার জালিয়াতি’ শীর্ষক প্রতিবেদন নজরে এনে স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন।

আদেশে আগামী তিন মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও বিএফআইইউকে অনুসন্ধান করতে বলা হয়েছে।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। এ সময় আদালত কক্ষে উপস্থিত জেষ্ঠ আইনজীবী আহসানুল করিম তাঁর বক্তব্য তুলে ধরেন।