এবার খেলা হবে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে : কাদের

এবার খেলা হবে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে : কাদের

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, খেলা শেষ। নির্বাচনের মধ্য দিয়ে ফাইনাল খেলা শেষ হয়ে গেছে। এবার শুরু রাজনীতির খেলা। খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, খেলা হবে জঙ্গিবাদের বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। বুধবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি ভুয়া, তাদের এক দফা ভুয়া। বিএনপির বর্তমান ভুয়া, ভবিষ্যতও ভুয়া। তাদের কোনও ভবিষ্যৎ নেই, চারদিকে শুধুই অন্ধকার।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, কে বলে বঙ্গবন্ধু তুমি নেই, তুমি আছো বাংলার শ্রমিকের হাতুড়ি, তুমি আছো বাংলার লাঙ্গলে, মাঝি মাল্লার ভাটিয়ালি গানে। যতোদিন লাল সবুজের পতাকা পতপত করে উঠবে, যতোদিন চন্দ্র সূর্য উদয় হবে, যতোদিন পাখিরা গান গাইবে, যতোদিন বাংলায় নদীর কলতান থাকবে, ততোদিন বঙ্গবন্ধু তুমিও থাকবে অমর স্থান প্রেমের আসনে।

তিনি এ সময় বঙ্গবন্ধুকন্যাকে পূর্ব পৃথিবীর সূর্য হিসেবে আখ্যা দেন।