এক জঙ্গি গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট

এক জঙ্গি গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : এক জঙ্গি গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেপ্তারকৃতের নাম : মো. আইন উদ্দিন (২৬)। শুক্রবার (২৯ মার্চ) সকালে হবিগঞ্জের নবীগঞ্জ থানার বাউশা দেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, গ্রেপ্তার আইন উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন উগ্রবাদী কনটেন্ট প্রচারণাসহ ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

তারা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ ও সংগঠনে নতুন সদস্য সংগ্রহের কাজ করছিলো।

মাহফুজুল আলম রাসেল আরও বলেন, গ্রেপ্তার আইন উদ্দিনের বিরুদ্ধে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।